নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী ট্রাকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ মিয়া নামে এক ডাকাত নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে চৌরাস্তায় একদল ডাকাত মালবাহী ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় ডিবির একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শরীফ নিহত হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।