মাইটিভি সংবাদ রোজায় দাম বেড়েছে আদা, রসুন এবং পেয়াজের May 10, 2019 0 124 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber রাজধানীর বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আদা, রসুন এবং পেয়াজের। পাকিস্তানি কক এবং ব্রয়লারের দাম কিছুটা কমেছে। আর গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দামেই। মাছের বাজারও রয়েছে স্থিতিশীল।