রোহিঙ্গাদের জন্য বিদেশী অর্থায়ন অপব্যয় করছে এনজিওগুলো, মোট অর্থায়নের ২৫ ভাগও ব্যবহার করছেন না রোহিঙ্গাদের কল্যাণার্থে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এতথ্য জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলন হক।
তিনি জানান, রোহিঙ্গাদের কোথায় স্থানান্তর করা হবে সেটা বিদেশীদের নয় বাংলাদেশের সিদ্ধান্ত। মাদক, সন্ত্রাস নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, পুলিশের আইজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।