রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ফাতাও বেনসৌদা জানান, রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ উঠেছে; তা তদন্তে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে আইসিসি।
পরে রোহিঙ্গা নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের কর্তৃত্ব রয়েছে উলেখ করে রোহিঙ্গা নিধনে জড়িতদের বিচারের আওতায় আনতে রুল জারি করে আইসিসি।