লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিদগ্ধ হয়েছেন চট্টগ্রামের এক যুবতী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় রাত ৯ টার দিকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আনা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসক।
দগ্ধ শাহিনুর অভিযোগ করেন স্ত্রী স্বীকৃতি না দিয়ে ভিকটিমের দাবীকৃত স্বামী তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এদিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার বলছেন, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।