শতভাগ সফল না হলেও নৌ-পথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নৌ-মন্ত্রণালয় সক্ষম হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে সদরঘাটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে আরও লঞ্চ টার্মিনাল নির্মাণের চিন্তা-ভাবনা করছে সরকার।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে এবার রোজা ও ঈদে মানুষ স্বস্তিতে ছিলেন। সচিবালয়ে প্রথম কর্মদিবসে তারা এসব কথা বলেন।