একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি বেলাল চৌধুরীর মরদেহ সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হচ্ছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ সেখানে থাকবে।
শ্রদ্ধা জানানো শেষে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবিকে দাফন করার জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে কবির গ্রামের বাড়ি ফেনীর শর্শদি গ্রামে।
সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কবি বেলাল চৌধুরী গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে তিনি কিডনী, ডায়বেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।