এস এম খোরশেদ আলম: শীতের তীব্রতা বাড়ায় ঢাকা আন্তর্জাতিক বাজ্যিমেলায় তেমন ভীড় নেই ক্রেতা-দর্শনার্থীদের।
তবে শীত বস্ত্র, শরীর চর্চার সরঞ্জাম ও ক্রোকারিজের স্টলে কিছুটা ভীড় রয়েছে। মুল্য ছাড় দিলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে জানান দোকানিরা। তবে মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট সবাই।
দেশব্যাপী শৈত্য প্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর শেরে বাংলা নগরে চলমান আর্ন্তজাতিক বানিজ্য মেলায়।
আর তাই ক্রেতা দর্শনার্থীদের তেমন আনাগোনা লক্ষ্য করা যায়নি। কিছুটা ভীড় দেখা গেছে শীত বস্ত্র, ক্রোকারিজ ও শরীর চর্চার উপকরনের স্টলে।
এখনো অনেকেই কেনাকাটা করছেন, কেউ বা আবার ঘুরে দেখছেন মেলা। দাম সহনীয় বললেন ক্রেতারা। তেমন বেচা কেনা নেই বলে জানান স্টল নির্বাহীরা।
মুল্য ছাড়ের ব্যবস্থা রয়েছে প্রায় প্রতিটি পণ্যেই। মেলার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই।