শীর্ষ নৌ ডাকাত সিরাজ শিকদারের প্রধান সহযোগী আব্দুল হালিমকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব। সোমবার ভোরে তাকে আটক করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত আব্দুল হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।