রাজনের শেষ মুহুর্তের গোলে শেখ জামালকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে শুরু থেকেই দুর্দান্ত খেলে মারুফুল হকের দল।
একের পর এক আক্রমনে কোনঠাসা করে ফেলে প্রতিপক্ষের রক্ষণভাগ। যদিও নিজেদের ভুলে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় লিগে দুর্দান্ত খেলা দলটির। প্রথমার্ধে গোলশুন্য থাকার দ্বিতীয়ার্ধেও সফলতা পাচ্ছিলনা কোন দলই।
তবে নির্ধারিত সময়ের ১ মিনিট পূর্বে রাজনের গোলে এগিয়ে যায় আরামবাগ। অল্প সময়ে আর গোল শোধ দিতে পারেনি ধানমন্ডির জায়ান্টরা।