সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরন, জামালপুরে শেখ হাসিনা নকশিপল্লীসহ ৬টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারন করা হয়েছে ২ হাজার ৬শ ৫০ কোটি ৭৫ লক্ষ টাকা। যার পুরোটাই বহন করবে সরকার। বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেন, হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার রাখার পাশাপাশি, ডাক্তারদের প্রাক্টিসের জন্য আলাদা ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।