বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
কয়েকদিন ধরে কিডনির জটিলতা ও হৃদরোগ নিয়ে এই শিল্পী রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গুণী এ সুরকারকে দেখতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।
তার স্ত্রী জানান, আসরের পর মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে প্রথম দফায় জানাজা শেষে এশার নামাজের পর মগবাজারে দ্বিতীয় জানাজা শেষ আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।
শিল্পীর বিদেহী আত্মার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। ১৯৮০ সালে ‘একটি দুর্ঘটনা’ অ্যালবাম দিয়ে তার অভিষেক । জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অসংখ্য গানের সুর করেছিলেন তিনি।