সংবাদ মাধ্যমের বেতন-কাঠামো নির্ধারণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের ওয়েজবোর্ড গঠন করেছে সরকার।
সোমবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে বলা হয় নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।
ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টি আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এ বোর্ড সুপারিশ দেবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত ওয়েজবোর্ড প্রয়োজনে অন্তবর্তীকালীন সময়ে সংবাদপত্র কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রদানের বিষয় বিবেচনা করে সরকারের কাছে সুপারিশ পেশ করতে পারবে।