যেভাবে নিজেরা ক্ষমতায় আসার নিশ্চয়তা পায়, বিএনপি সেভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড চায় যা নিশ্চিত করা সংবিধান অণুযায়ী সম্ভব নয় বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।
ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য সংলাপের নামে নাটক শুরু করছে বিএনপি যা দেশের জন্য গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে জাতীয় চার নেতার অন্যতম নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মনসুর আলী স্মৃতি সংসদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এম মনসুর আলীর স্মৃতিচারণের পাশাপাশি আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে পিতার স্মৃতিচারণের পাশাপাশি সংলাপের নামে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।