সঠিক চিকিৎসা ও পূনর্বাসন না করেই চলছে দেশের অধিকাংশ মাদক নিরাময় কেন্দ্র। অভিযোগ রয়েছে রোগী আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায়েরও।
বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু দায়সাড়া নজরদারী করলেই চলবে না, পূনর্বাসন কেন্দ্র গুলোতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঠিক মনিটরিং প্রয়োজন। পুনর্বাসন নিয়ে অবশ্য কঠোর মনোভাব প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সঠিক পথে ফিরিয়ে নিতে গানের সুরে আড্ডা মাতালেও, সকলেরই অতীত ছিলো অন্ধকারে নিমজ্জিত মাদক সাম্রাজ্য। নেশার ঘোরে বুদ হয়ে পারিবারিক সান্নিধ্যের বাইরে এদের ঠিকানা এখন আহসানিয়া মিশনের নারী মাদক নিরাময় কেন্দ্রে।
স্বাভাবিক জীবনে ফিরতে চায় সবাই, তাই এখন নিয়মের বেড়া জালে বন্দী। কিন্তু অভিবাবকদের নিরাময় কেন্দ্র নিয়ে রয়েছে অন্তহীন অভিযোগ।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, মাদকসেবীদের পূণর্বাসনে সঠিক চিকিৎসা দরকার। আর মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে পূণর্বাসনের নামে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।