আমিনুল মজলিশ : সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজি প্রতি ৫০-৬০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম। বিক্রেতারা বলছেন ভারতীয় গরুর স্বল্পতার সুযোগে বেড়েছে দেশী গরুর দাম আর সেই প্রভাব পড়েছে মাংসের বাজারে। তবে সবজি সহ নিত্যপন্যের দামে নেই বড় ধরনের পরিবর্তন। মাছের বাজারও রয়েছে স্থিতিশীল।