বিএনপির সমাবেশের অনুমতির বিষয়টি সরকারের নয় আইনৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জিয়ার সমাধিতে যেতে বাধা না থাকা সত্বেও বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু আইনশৃঙ্খলার কারণে আমাদের অনুষ্ঠান সেখানে করতে দেওয়া হয়নি। আমরা তা শিফট করে জাদুঘরে করেছি।
“সেখানে আমাদের ১৮ নভেম্বর নাগরিক সমাবেশ হবে। সেজন্য আমরাও অনুমতি চেয়েছি, এখনও পাইনি। আমরাও অপেক্ষা করছি। সমাবেশের অনুমতি তো পুলিশ দেবে, সরকার না।”
৭ নভেম্বরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে বিএনপিকে বাধা দেওয়ার অভিযোগও নাকচ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিপিএ সম্মেলনের কারণে তারা যেন একটু শৃঙ্খলায় থাকে। বিএনপিকে জিয়ার মাজারে যাওয়ায় বাধা দেওয়া হয়নি। তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আপনারা কিছু লোক যান, কিন্তু তারা সেখানে না গিয়ে বাধার অভিযোগ তুলেছে।”