সাভারে বাসচাপায় সুরাইয়া আক্তার (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া মানিকগঞ্জ জেলা সদরের আটিগ্রাম এলাকার আব্দুস সাত্তার খানের মেয়ে। তিনি সাভার হেমায়েতপুরে অবস্থিত একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং স্বামী জাহাঙ্গীর মিয়ার সাথে বলিয়ারপুর এলাকায় বসবাস করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে কারখানায় যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড দিয়ে সড়ক পার হচ্ছিলেন সুরাইয়া। এ সময় অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।