সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় একুশ লাখ পয়ত্রিশ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
তিন হাজার চারশ সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।