সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আরো আটজন নিহত হয়েছে। অ
াইনশৃঙ্খলা বাহিনী বলছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে সাত জেলায় মাদক চোরাকারবারিদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ ও র্যাবের দাবি, নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। কারো কারো বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলাও রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে গত এক সপ্তাহে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জেলায়।