সারাদেশে পুরাতন খাদ্য গুদাম মেরামত ও নতুন অবকাঠামো নির্মান এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় খানজাহান আলী বিমানবন্দের জন্য জমি অধিগ্রহনসহ ৪টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারন করা হয়েছে ২ হাজার ৯২০ কোটি ৩৯ লক্ষ টাকা।
এর মধ্যে জিওবি ২ হাজার ৭০ কোটি ১৪ লক্ষ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২২৪ কোটি ৫৫ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্য ৬২৫ কোটি ৭০ লক্ষ টাকা।