কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ’ বছরের কারাদণ্ড হচ্ছে সালমান খানের। যদিও এই মামলায় জেল হলে অভিযুক্তের জামিন মেলে। তবুও আইনি পদ্ধতি কার্যকরী করতে কিছুদিন সময় তো লাগবেই।
ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে সালমানকে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, সালমান জেলে গেলে কমপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলিউডে। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে সালমানের ‘রেস থ্রি’।
যে ফিল্মে সালমানের সঙ্গে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং সাকিব সালিম। এই ফিল্মের বাজেট প্রায় ১৫০ কোটি টাকা। তারপরেই সালমানের ঝুলিতে রয়েছে সুপারহিট ফিল্ম ‘কিক’–এর সিক্যুয়াল ‘কিক টু’।
সাজিদ নাদিওয়ালার এই ফিল্মের বাজেট কমপক্ষে ১০০ কোটি টাকা। ২০১৯–এর শেষের দিকে মুক্তি পেতে পারে আর এক জনপ্রিয় সিরিজ দাবাং–এর তৃতীয় কিস্তি। তার বাজেটও ১০০ কোটি।
আলি আব্বাস জাফরের ‘ভারত’–এর নায়কও সালমান। তার বাজেটও বেশ বড়সড়। এছাড়াও রয়েছে সলমনের ভগ্নীপতির সিনেমা ‘লভরাত্রি’। শোনা যাচ্ছে তার বাজেট ৭০ কোটি।
তাছাড়া ছোটপর্দায় ‘বিগ বস’ ও ‘দশ কা দম’–এর নিয়মিত আকর্ষণ সলমন। সব মিলিয়ে সলমনের সাজায় বিপাকে বলিপাড়া।