সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান। পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এদিকে জেলার তাড়াশে বিশ^ পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল হক।