সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ডকে ইনিংস ও ১২৩ রানে হারায় অজিরা। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজটি ৪-০ ব্যবধানে জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া।
সিরিজের চতুর্থ ম্যাচ হয়েছিল ড্র। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ৬৪৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের লিড ছিলো ৩০৩ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ১৮০ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে, ইনিংস ও ১২৩ রানের জয় তুলে নেয় অজিরা। বল হাতে প্যাট কামিন্স ৪টি আর নাথান লায়ন নেন ৩টি উইকেট।