সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা ছেড়ে পালিয়ে যাচ্ছে এর বাসিন্দারা। এলাকাটির পুর্নদখল নেওয়ার জন্য কয়েকটি ফ্রন্ট থেকে বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক লোক নিহত হয়েছে।
সিরিয়া সরকার ইতিমধ্যে পূর্ব গৌতার ১০ শতাংশ এলাকা পুর্নদখল করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রোববারও জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারেনি। বেইত সাওয়াতে সরকার বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপ জইশ আল ইসলামের লড়াই চলছে।