আমিনুল মজলিশ : এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ২৯ শতাংশ। ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০১৮’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কেবল মাত্র সুইজারল্যান্ড নয়, বেড়েছে বিভিন্ন দেশে অর্থ পাচারও।
পণ্য আমদানির সময় কাগজপত্রে বেশি দাম উল্লেখ করা রপ্তানির সময় দাম কম দেখানো সহ বেশ কিছু কারণকে অর্থ পাচারের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা।