সৌদি আরবের একটি এফ-ফিফটিন যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।ইয়েমেনের টেলিভিশন নেটওয়ার্ক আল-মাশিরাহর খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের দুই ইঞ্জিনবিশিষ্ট ও বহুমুখী কাজে ব্যবহৃত পানাভিয়া টর্নেডো যুদ্ধবিমান সানার আকাশে প্রদক্ষিণ করার সময় সেটির পথরোধ করা হয় এবং গুলি করে ভূপাতিত করা হয়।
এদিকে, ইয়েমেনে হুতিদের বিরূদ্ধে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট রোববার এক বিবৃতিতে জানায়, কারিগরি ত্রুটির কারণে ইয়েমেনে তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।