দক্ষিণ এশিয়া সফরের সূচি অনুযায়ী পাকিস্তান থেকেই ভারতে যাওয়ার কথা ছিল সৌদি যুবরাজ সালমানের। কিন্তু শেষ মুহূর্তে সরাসরি পাকিস্তান থেকে দিল্লি সফর বাতিল করেন তিনি। পরে পাকিস্তান থেকে রিয়াদে ফিরে যান সৌদি যুবরাজ। সেখান থেকেই মঙ্গলবার সন্ধ্যায় দিল্লী পৌঁছান ক্রাউন প্রিন্স।
সেখানে তাকে প্রটোকোল ভেঙে সরাসরি অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার হায়দরাবাদ হাউজে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।