উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ স্বাগতিক পারি সা জার্মেইয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। পার্ক দ্যা প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায়।
এদিকে একই সময় শেষ ষোলোর অপর ম্যাচে লিভারপুলের মাঠে আতিথ্য নেবে পোর্তো। ইউরোপ সেরার মঞ্চে দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ।
শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠ পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জিতে শেষ আটে খেলার পথে অনেকটাই এগিয়ে জিদানের দল।
অপরদিকে অসম্ভবকে-সম্ভব করার মিশন পিএসজির সামনে। ফিরতি লেগে লসবøাঙ্কোদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, ব্যবধানটাও হতে হবে বড়। তারওপর ইনজুরির কারণে স্বাগতিক একাদশে নেই সেরা তারকা নেইমার।