পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের মানুষ স্বাধীন দেশের ঠিকানা পাওয়ার ৪ বছরে পূর্ণ হতে চলছে।
স্বাধীন দেশের মুক্ত আবহাওয়ায় পাল্টে গেছে মানুষের জীবন-মান। শিশু ও কিশোররা পেয়েছে পড়া-শুনার সুযোগ।
এখন মিথ্যা পরিচয় দিয়ে স্বাস্থ্য সেবার জন্য তাদের ছুটতে হয় না শহরের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে।
৬৮ বছর ছিটমহল নামক অবরুদ্ধ ভুখন্ডের কঠিন জীবন থেকে মুক্তি মিলেছিল ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে।