মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপযুক্ত জনগোষ্ঠী তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা হাসপাতালগুলোতে যেনো বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া যায় সেজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।