জানেন কী স্যারোগেট মা হতে চলেছেন ভারতের সুপরিচিত অভিনেত্রী অানুষ্কা শর্মা। তবে বাস্তব জীবনে নয় ফিল্ম জীবনে এমন মা হচ্ছেন আনুষ্কা শর্মা।
অানুষ্কার আসন্ন সিনেমার চরিত্র এটি। ছবির নাম যদিও এখনও জানানো হয়নি। পরিচালক শ্রী নারায়ন সিং। টয়লেট এক প্রেম কথার মত অন্য ধরনের ছবি করতেই পছন্দ করেন পরিচালক।
তাঁর পরের ছবির বিষয় স্যারোগেসি বলে জানিয়েছেন। সেখানে মায়ের সঙ্গে শিশুর যে আত্মিক সম্পর্ক সেটা তুলে ধরতে চান পরিচালক।
এই সিনেমার নায়িকা হিসেবে অানুষ্কাকেই বেছে নিয়েছেন পরিচালক। ২০১৮র নবরাত্রির সময় গুজরাট ও রাজস্থানে শুরু হবে সিনেমাটির শ্যুটিং।