সড়কের যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রধান সমস্যা এখন বিশৃঙ্খলা। এর জন্য ভোটের রাজনীতি অনেকটা দায়ী বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক আইন নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, রোববার সড়ক পরিবহন আইনের কার্যকারিতা শুরু হলেও আসন্ন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভার কমিটির বৈঠক থেকেই এই বিষয়ে নির্দেশনা দেয়া হবে।
বিএনপি ও জামায়াতে ইসলামী জমজ ভাই মন্তব্য করে বাংলাদেশ- ভারত চুক্তিতে দেশের জন্য ক্ষতিকারক কোন কিছু নেই বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
পরে পেঁয়াজের চলমান সংকট মোকাবেলায় বিদেশ থেকে আমদানী করা হলেও এতে দেশীয় কৃষকেরা কোন ক্ষতির সম্মুক্ষিন হবে না বলেও আস্বস্ত করেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।