সড়ক দুর্ঘটনায় হাত হারানো রাজীব হোসেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এর আগে ভোর ৪টা থেকে রাজীবের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্র জানায়, মাথায় আঘাতের কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।