প্যাট্রিক ডি’কস্তা:
রাতের অন্ধকার ভেদ করে মাঝে মধ্যেই রাজধানীতে আলোকিত হয়ে ওঠে আকাশ। মধ্যরাতে ঘুমভাঙা চোখে নগরবাসী নিজেকে সংবরণ করলেও আকাশ বিদীর্ণ করা কর্কশ শব্দে বিরক্তি প্রকাশ করে নগরের অন্যতম পাখি কাক।
নগরবাসীর বন্ধু এই কাক এখন হারিয়ে যাচ্ছে ঢাকা থেকে। শুধু কাক নয়, রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে কিচিরমিচির শব্দ তোলা শালিক, বুলবুলি, দোয়েল, কাঠঠোকরার মতো পাখিরা।
কেন নগরী থেকে হারিয়ে যাচ্ছে এসব পাখী? এমন প্রশ্নে বিব্রত প্রাণী বিশেষজ্ঞরাও
বিশ্বে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। অট্টালিকার এই শহরে মানুষের বাসস্থান তৈরি করতে গিয়ে ধ্বংস হয়েছে প্রাণিদের আবাসন। প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য।

সাধারণ মানুষ মনে করেন, পরিবেশ ও প্রকৃতি- পাখিদের অনুকূলে আনতে না পারলে শুধু জীববৈচিত্রই নয়, রাজধানী ঢাকাই পড়বে বিপর্যয়ের মুখে।
পরিকল্পিত নগরায়ণ ফিরিয়ে আনতে পারে সেই পরিবেশ.. আকাশে বাতাসে ফিরিয়ে আনতে পারে সুমধুর কলতান, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।