পাকিস্তানের প্রশাসন ক্রমশ মুসলিম কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে। এর মধ্যেও সুপ্রিম কোর্ট ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সচেষ্ট।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হিন্দু মন্দিরগুলোতে কেন মূর্তি নেই জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করল দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, শীর্ষ আদালত ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব।
বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রয়াস হিসেবেই ঘটনাটিকে ব্যাখ্যা করে আদালত।
আদালতের প্রশ্ন, ‘মন্দিরে আরাধ্য দেব–দেবীর মূর্তি দেখতে না পেয়ে পাকিস্তান সম্পর্কে তাঁদের কোন ধারণা কী হবে?’ সবচেয়ে বড় কথা পাকিস্তান একটি ঘোষিত মুসলিম দেশ। মূর্তিপুজাকে ইসলামে পাপ কাজ হিসেবে দেখা হয়।
পাকিস্তানের চাকওয়ালের বিখ্যাত কটাস রাজ মন্দির সংলগ্ন পুকুরের পানি শুকিয়ে যাওয়া নিয়ে সংবাদ প্রকাশিত হলে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে।
বিশ্বাসীরা মনে করেন, ভগবান শিবের অশ্রু দিয়ে এই পুকুর ভরাট হয়েছিল। হিন্দুদের কাছে পবিত্র এই পুকুর।