নতুন ফিচার এনে চমকে দিল হোয়াটসঅ্যাপ। এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করা যাবে না। মেসেজ করার আগে নিতে হবে গ্রুপের অ্যাডমিনের অনুমোদন।
হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাঝেমধ্যেই অশালীন লিংক উস্কানিমূলক ভিডিও কিংবা মেসেজ ছড়িয়ে পড়ে। এমন অভিযোগ মাঝে মধ্যেই আসে। এবার সেই সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা জানিয়েছে, এবার থেকে গ্রুপে মেসেজ, ভিডিও, অডিও কিংবা ছবি পোস্ট করলে সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনের অনুমতি নিতে হবে।
অ্যাডমিনের অনুমতি ছাড়া কিছুই পোস্ট করা যাবে না। অর্থাৎ বকলমে গ্রুপের পোস্টের সব দায়িত্ব যাবে অ্যাডমিনের উপরেই।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা যায়, নতুন ভার্সনে হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘অনলি অ্যাডমিন’ বলে একটি অপশন থাকবে।
সেই অপশনের মাধ্যমে অ্যাডমিন গ্রুপের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারবে। জানা যায়, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন আপডেট করলেই এই নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে।