সফলভাবে ১২৬ ঘন্টা নেচে গিনেস বুকে নাম তুলেছেন নেপালের অষ্টাদশী বন্দনা। এটি এখন দীর্ঘতম একক ম্যারাথন নাচের নতুন বিশ্ব রেকর্ড। এ পর্যন্ত এই রেকর্ডের দাবিদার ছিল ভারত।
২০১১ সালে টানা ১২৩ ঘন্টা নেচে এই রেকর্ড গড়েছিলেন কেরালার কালামান্দালাম হেমলতা। তাই নতুন এই রেকর্ড ভাঙাটা এতটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।