প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রি পরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা যোগ দেন বৈঠকে। এছাড়াও বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রিপরিষদের বৈঠকে প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ২০১৮ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বছরে সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। সাধারণ ছুটির মধ্যে চারদিন শুক্র-শনি ও নির্বাহী আদেশে সরকারি ছুটিতে তিনদিন পড়েছে শুক্র-শনিবার।
চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে ।২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।