The cleaning operation of the area that was used for storing Agent Orange is seen from a plane taking off from Danang international airport April 13, 2015. Agent Orange was stored at Danang airbase and sprayed from U.S. warplanes to expose Northern Vietnamese troops and destroy their supplies, in jungles along the border with Laos. Since 2012, both the U.S. and Vietnam have been conducting a clean-up operation at the site. REUTERS/Damir Sagolj
PICTURE 24 OF 24 FOR WIDER IMAGE STORY "VIETNAM: LEGACY OF AGENT ORANGE"??SEARCH "AGENT SAGOLJ" FOR ALL IMAGES - GF10000066645
ভিয়েতনাম যুদ্ধের সময় বিষাক্ত অরেঞ্জ এজেন্ট মজুদে ব্যবহৃত একটি বিমান ঘাঁটি পরিস্কার করতে কয়েক কোটি ডলারের একটি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধের চার দশক পর শুরু করা এই প্রকল্পের মেয়াদ হবে দশ বছর। এতে ব্যয় হবে প্রায় ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
ভিয়েতনাম যুদ্ধের সময় শত্রুপক্ষের লুকিয়ে থাকার স্থান খুঁজে বের করতে অরেঞ্জ এজেন্ট স্প্রে করত মার্কিন বাহিনী । এই এজেন্টে মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষাক্ত ক্যামিকেল ডায়োক্সিন ছিল। ভিয়েতনাম বলে আসছে অরেঞ্জ এজেন্টে তাদের লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। প্রায় দেড় লাখ শিশু নানা ধরণের জটিলতা নিয়ে জন্ম নিয়েছে।