এস এম খোরশেদ আলম:
বছর দুয়েক আগেও যে রাস্তার প্রস্থ ছিল ৫০ ফুটের ওপরে, তার এখন ২০ ফুট টিকে আছে। ময়লা আবর্জনা আর অবৈধ ভাবে দোকনপাট বসানো ছাড়াও সিএনজি ষ্ট্যান্ড করার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে খিলগাঁও তিলপাপাড়ার রাস্তা। ঢাকা দক্ষিন সিটিকর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের এই রাস্তায় তাই প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। দুর্গন্ধ আর মশামাছির উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। ময়লা আবর্জনা সরিয়ে মশা নিধনে পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন।
সিটিকর্পোরেশনের ময়লাভর্তি ডাস্টবিন এবং সিএনজি ষ্ট্যান্ডের কারণে সরু হয়ে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না মানুষ। ময়লা আবর্জনার দুর্গন্ধে আর মশামাছির উপদ্রবে দুর্বিসহ জীবন যাপন করছেন এলাকাবাসী।
ময়লা আবর্জনা অন্যত্র সরিয়ে এলাকার মশা নিধনের কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বললেন, ঢাকা দক্ষিন সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল।