বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকতো তাহলে বিএনপি যা খুশি তাই বলে পার পেয়ে যেতনা বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে বিএনপি তারেক ও খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ সভাপতির গত ৪৩ বছরের সাফল্যের নানা দিক তুলে ধরেন আওয়ামী-লীগ সাধারন সম্পাদক।
আওয়ামী-লীগের এই অর্জনকে কাজে লাগিয়ে নেতাকর্মীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দেশে গণতন্ত্র আছে বিধায় গণমাধ্যমে বিএনপি খেয়াল খুশিমত মিথ্যাচার করতে পারছে বলেও জানান ওবায়দুল কাদের।