আতিকুর রহমান তিতাস:
বলিউডের রজনীকান্ত অভিনিত দ্য রোবট মুভিটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। চিট্টি নামের রোবটটি দেখার পর অনেকেই ভেবেছেন, সব কাজ করে দেয় এমন একটি রোবট থাকা মন্দ নয়। কিন্তু দুশ্চিন্তার বিষয়, বিশ্বের অন্যতম বৃহৎ পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি গ্লোবাল ইনস্টিটিউট এক গবেষণা।
গবেষণা বলেছে, রোবটের কারণে ২০৩০ সাল নাগাদ ৪৬ টি দেশের ৮০ কোটি মানুষ চাকরি হারাবে। এতে পুরো বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ চাকরিজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

কনসালটেন্সি ফার্ম ম্যাকিনসি গ্লোবাল ইন্সটিটিউটের বরাতে সংবাদমাধ্যম বিবিসি ও ডেইলি মেইলি এই তথ্য জানিয়েছে।
রিপোর্টে বলা হয়, রোবটের আধিপত্যের কারণে রেস্টুরেন্টের কর্মী ও মেশিন অপারেটররা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
তুলনামূলকভাবে নিরাপদে থাকবেন মালি, পানির মিস্ত্রি ও শিশু দিবা যত্ম কেন্দ্রের কর্মীরা। ভারতে চাকরি হারাবে ৯ শতাংশ মানুষ।

মধ্যস্থতাকারী দালাল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের কর্মী ও হিসাবরক্ষকদের চাকরি সহজেই রোবটদের দখলে চলে যাবে। অন্যদিকে, নিরাপদে থাকবে ডাক্তার, আইনজীবী ও শিক্ষকদের চাকরি।
আগামী ১৩ বছরের মধ্যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন ঘটবে সেসম্পর্কে আভাসও দিয়েছে গবেষণা ফার্মটি। তারা জবস লস্ট, জবস গেইনড (চাকরি হারানো, চাকরি অর্জন) নামে একটি রিপোর্ট তৈরি করেছে।

অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলো রোবট তৈরিতে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবে না। তাই এসব দেশে চাকরির বাজার কম ক্ষতিগ্রস্ত হবে।
আরো বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে: