আগামীকাল সোমবার থেকে পুনরায় ভিসা দেবে দক্ষিণ কোরিয়া।
রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল সোমবার পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে দক্ষিণ কোরিয়া। শিক্ষার্থীসহ বাংলাদেশি নাগরিকরা এই ভিসা প্রক্রিয়ায় আবেদন করতে পারবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় আগত বাংলাদেশি নাগরিকদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের হারের মাত্রা আবারও বৃদ্ধি পেলে এই ‘ভিসা নিষেধাজ্ঞা’ থাকতে পারে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।