শারমিন আজাদ : ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ বাজেটে সরকারের আয়ের লক্ষ্য ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা, যার বেশির ভাগ আসবে রাজস্ব আয় থেকে। মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে ২০১৯ -২০ অর্থবছরের বাজেটে।
বাজেট ঘাটতি ধরা হয়েছে ১লাখ ৪৫ হাজার ৩৮০কোটি টাকা, যার বেশির ভাগ আসবে ঋণ থেকে। এক পর্যায়ে অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে স্পীকারের অনুমোদনক্রমে বাজেট পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের পর নতুন সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রী অসুস্থ হওয়ায় বাজেটের পরবর্তী অংশ পেশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এ বাজেটে করের হার বৃদ্ধি করে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ বাজেটের ঘাটতি ব্যাংক ঋণ ও অনুদান থেকেই এ পূরণ হবে।