স্বপ্ন, আশা, অভিজ্ঞতা, আনন্দ—প্রত্যেক শব্দের নিজস্বতা আছে। তবে সেই নিজস্বতা অন্য অর্থ খুঁজে পায়, সবার আগে ‘নতুন’ শব্দটা জুড়ে গেলে।
তাই অনেক ব্যর্থতা, অনেক ফুরিয়ে যাওয়া, অনেক পাওয়ার পরও অতৃপ্তির রেশ— সব কিছুকে ভুলে ‘স্বাগত ২০১৮’ বলল গোটা বিশ্ব। বললেন খেলোয়াড়রাও।
ইদানিং জীবনটা ‘সোশ্যাল’ আর ‘স্মার্ট’ নির্ভর হয়ে যাওয়ায়, মনের কথা মুহূর্তে সবাইকে জানিয়ে দেওয়া যায়। ঘটা করে চিঠি লেখা, কার্ড পাঠানো, ফোন কলের হুজ্জুতি নেই।
ফলে রাত ১২টা বাজতেই সোশ্যাল নেটওয়ার্কে শুভেচ্ছার জোয়ার। ক্রীড়াবিদরা একেকজন, একেকরকমভাবে উইশ করলেন।
রজার ফেডেরার যেমন শ্যাম্পেনের গ্লাসে হাত নিজের ছবি পোস্ট করে লিখলেন ‘হ্যাপি নিউ ইয়ার। পার্থ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ২০১৭ অবিশ্বাস্য ছিল। ২০১৮–র জন্য আমি তৈরি।’

লিওনেল মেসি শুভেচ্ছা জানালেন স্ত্রী আন্তোনেল্লাকে পাশে নিয়ে। এলএমটেনের হাতেও ছিল পানীয়র গ্লাস। টুইট করে লিখেছেন ছোট্ট বার্তা, ‘হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা’।
ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন পার্টি মুডে। বান্ধবী রডরিগুয়েজকে নিয়ে সেলফি তুলেছেন। পরে সেই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। দুধ সাদা শার্ট আর কালো টাই ছিল রোনালদোর পরণে। আর রডরিগুয়েজ বেছে নিয়েছিলেন অল ব্ল্যাক ড্রেস।
দুই ছেলে আর পার্টনার বিখ্যাত পপ গায়িকা শাকিরাকে নিয়ে ছবি পোস্ট করেছেন জেরার্ড পিকে। বার্সেলোনার তারকা ফুটবলার টুইট করেন, ‘হ্যাপি ২০১৮!’
অভিনব বিন্দ্রা ছবি পোস্ট না করলেও, দুর্দান্ত টুইট করেন, ‘নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো। নতুন দিগন্ত আবিষ্কার করো। নতুন রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়ো নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
ভারতের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরও বাদ যাননি শুভেচ্ছা জানানো থেকে। তিনিও দিয়েছেন দুর্দান্ত বার্তা, ‘সাফল্য, খুশি ও সুস্থ শরীরের শুভেচ্ছা সবাইকে। খেলতে বেরিয়ে পড়ুন। খেলাকে জীবনের অঙ্গ করে তুলুন।’
সৌরভ গাঙ্গুলি টুইট করেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা রাখছি, নতুন বছর সবার জীবনে নতুন আশা ও আনন্দ নিয়ে আসবে।’