সম্মেলন সামনে রেখে দলে অনুপ্রবেশকারী ১৫শ’ জনের তালিকা এখন প্রধানমন্ত্রীর হাতে, আর সেই তালিকা দলের বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নতুন নেতৃত্বে অনুপ্রবেশকারী, বিতর্কিত আর অপকর্মকারীদের রুখতেই এ পদক্ষেপ বলে জানান তিনি।
দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে নির্মানাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।