আশুলিয়া থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আজ সকালে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এই তথ্য জানান।
শাহীনুর কবির জানান, গত ১৬ অক্টোবর রাতে কাঠগড়া নয়াপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুল ইসলামের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।