ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনার উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়েছে।
সকালে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে ভারি বৃষ্টিপাত হচ্ছে, যার সাথে রয়েছে দমকা হাওয়ার তাণ্ডব। বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে নদী উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর রাত থেকে বরগুনা উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটি সভা করেছে, যেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ৬৭৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবার, নগদ অর্থ, গো-খাদ্য, এবং মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।