ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

জি২০ ঘোষণাপত্র নিয়ে জার্মান চ্যান্সেলর শলৎসের ক্ষোভ

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৩:২৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৩:২৬:৫৫ অপরাহ্ন
জি২০ ঘোষণাপত্র নিয়ে জার্মান চ্যান্সেলর শলৎসের ক্ষোভ

ব্রাজিলের রাজধানী রিওতে অনুষ্ঠিত গ্লোবাল শীর্ষ সম্মেলন বা জি২০ বৈঠকের পর, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ক্ষোভ প্রকাশ করেছেন ঘোষণাপত্রে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে উল্লেখিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি।

শলৎস বলেন, “রাশিয়া যে ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী, সে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি। আমার মতে, যা বলা হয়েছে, তা খুবই কম।” তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ক্ষমতার অন্ধ দম্ভ’ হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, "পুতিন যেভাবে সহিংসতার মাধ্যমে রাশিয়ার এলাকা বাড়াতে চান, তাতে ইউক্রেনের জনগণ গত এক হাজার দিন ধরে যন্ত্রণায় ভুগছে।"

এছাড়া, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জি২০ ঘোষণাপত্রে বলা হলেও, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং হামাসের দায় নিয়ে কিছু বলা হয়নি বলে শলৎস ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, “দুঃখজনকভাবে, এ বিষয়ে কোনো মতৈক্য হয়নি। আমাদের যদি বলা হতো, যে ভয়ঙ্কর আক্রমণের কারণে এই সংঘাত শুরু হয়েছিল, তাহলে এটি আরও স্পষ্ট হত।”

জি২০ শীর্ষ বৈঠকের সাইডলাইনে শলৎসের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় যেমন আর্থিক ও বাণিজ্যিক আলোচনা করেন। তবে তাদের আলোচনা ইউক্রেন প্রসঙ্গেও এসেছে, যেখানে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। শলৎস চীনের প্রেসিডেন্টকে বলেন, দুটি দেশের সংস্থাগুলোর মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি, কারণ এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে, জার্মান গাড়ি প্রস্তুতকারকরা চীনের ইলেকট্রিক গাড়ি বাজারে প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, চীন এবং ইইউ দেশগুলোর থেকে একই ধরনের মাসুল আরোপ করা উচিত, নতুবা জার্মান অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। শি জিনপিং বলেন, চীন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় এবং যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করবেন।

শেষে, শলৎস স্পষ্ট করে বলেছেন, “চীনের অস্ত্র রাশিয়াকে সরবরাহ করা জার্মানি মেনে নেবে না।”


কমেন্ট বক্স